Top
সর্বশেষ

জমিসংক্রান্ত বিরোধ-আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ২

১২ সেপ্টেম্বর, ২০২৪ ৫:৫৪ অপরাহ্ণ
জমিসংক্রান্ত বিরোধ-আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ২
শেরপুর প্রতিনিধি :

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী ফতুমুন্সীর মোড়ে এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০জন আহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বলায়ের চর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জংগলদী খাঁ বাড়ি ও সুতার বাড়ির মধ্যে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই জেরে সকালে ফতু মুন্সির মোড়ে দেশিয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে কয়েকজন গুরুতর আহত হলে তাদের শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন, আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন লালু খাঁ ও মোগর খাঁ।

এদিকে একজন নিহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সেই এলাকার লোকজন অপরপক্ষের ঘরবাড়ি ও দোকানপাটে হামলা ও লুটপাট চালায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জংগলদী এলাকায় পূর্ববিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত ও কয়েকজন আহত হয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। এই ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এম পি

শেয়ার