Top

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ আটক ২

২৩ সেপ্টেম্বর, ২০২৪ ২:১৬ অপরাহ্ণ
ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ আটক ২
জেল‍া প্রতিনিধি :

ঝিনাইদহের শৈলকুপায় দেশীয় তৈরি ওয়ান শ্যুটারগান ও গুলিসহ দুই জনকে আটক করেছে র‌্যাব-৬। রোববার (২২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- যশোরের কোতোয়ালি থানার শালীআট গ্রামের আলতাফ হোসেনের ছেলে ইমলাত হোসেন (২৮) ও ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী মন্ডলের ছেলে হানিফ মন্ডল (৪৮)।

এ বিষয়ে র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, শৈলকুপার রামচন্দ্রপুর গ্রামের অস্ত্র কেনাবেচা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে ইমলাত হোসেন ও হানিফ মন্ডলকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি ওয়ান শ্যুটার গান ও দুই রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল মোটর সাইকেল জব্দ করা হয়ছে। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মামলা করে আসামিদের শৈলকুপা থানায় সোপর্দ করা হয়েছে।

বিএইচ

শেয়ার