Top
সর্বশেষ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক আবদুল হাকিম

২৩ সেপ্টেম্বর, ২০২৪ ৪:৩৯ অপরাহ্ণ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক আবদুল হাকিম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল হাকিম।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদারের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল হাকিমকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশোধিত আইন-২০১৩ এর তফসিলের ১৫ (১) ধারা অনুযায়ী প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

এর আগে গত ১০ আগস্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রক্টরিয়াল বডি পদত্যাগ করেছেন। একই দিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। ওই সময় প্রক্টরিয়াল বডি থেকে প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. কাজী ওমর সিদ্দিকী ছাড়াও সহকারী প্রক্টর মো. জাহিদ হাসান, অমিত দত্ত ও আবু ওবায়দা রাহিদ রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন। এর আগে সন্ধ্যায় পদত্যাগপত্র জমা দেন আরেক সহকারী প্রক্টর শারমিন সুলতানা।

এম জি

শেয়ার