Top
সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই রনির ব্যাংক হিসাব জব্দ

২৪ সেপ্টেম্বর, ২০২৪ ১:০৩ অপরাহ্ণ
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই রনির ব্যাংক হিসাব জব্দ
অর্থনৈতিক প্রতিবেদক :

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ভাই আনিসুজ্জামান চৌধুরী রনির নামে থাকা সব ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একইসঙ্গে তার স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাব স্থগিত রাখতে বলা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।

আনিসুজ্জামান চৌধুরী রনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সাবেক পরিচালক। প্রথম দফায় ৩০ দিনের জন্য তার ব্যাংক হিসাব বন্ধ রাখতে বলেছে বিএফআইইউ।

বছরের পর বছর ধরে সাইফুজ্জামান ও তার পরিবার ঋণ অনুমোদনসহ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) নানান কার্যক্রমে প্রভাব বিস্তার করেছিল। আওয়ামীলীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলে রনি ও সাবেক সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পরিবারের সদস্যরা ব্যাংকটির ওপর নিয়ন্ত্রণ হারান।

বিএইচ

শেয়ার