Top

টিজারেই ঝড় তুলেছে নতুন ব্যাটম্যান

২৫ আগস্ট, ২০২০ ১০:৫০ পূর্বাহ্ণ
টিজারেই ঝড় তুলেছে নতুন ব্যাটম্যান

অবশেষে ডিসি পরিচয় করিয়ে দিলো তাদের নতুন ব্যাটম্যানের সঙ্গে। ভক্তদের আগেই জানা ছিল সুপারহিরো ব্যাটম্যান চরিত্রে আসছে পরিবর্তন। পরে জানা যায় এ চরিত্রে হাজির হবেন ‘টোয়ালাইট’খ্যাত অভিনেতা রবার্ট প্যাটিনসন। তাই আগ্রহ ছিল সবার তুঙ্গে।

অবশেষে আজ রোববার, ২২ আগস্ট প্রকাশ হয়েছে ট্রেলার। সেখানে ঝলক দেখালেন প্যাটিনসন। তার উপস্থিতি যে বেশ মনে ধরেছে ডিসিপ্রেমীদের সেটাও বোঝা গেল। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ট্রেলারটি দেখেছেন ৬২ লাখেরও বেশি দর্শক।

আজ বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে ওয়ার্নার ব্রস তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে ২ মিনিট ৪০ সেকেন্ডের টিজারটি প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করা হয়েছে। টিজারে নতুন ব্যাটম্যান রূপে দুর্দান্ত দেখা গেল রবার্ট প্যাটিনসনকে। যিনি লড়ে যাচ্ছেন গোথাম শহরকে বাঁচাতে।

সেইসঙ্গে লক্ষ্য করা গেল, এবারের সিনেমায় পরিবর্তন নিয়ে আসা হয়েছে ব্যাটম্যানের লোগোরও।

তবে সবাই যে ভালো বলছেন তাও নয়। টিজারে দেখা রবার্টকে নিয়ে আলোচনা-সমালোচনা দুটোই হচ্ছে সিনেমাপ্রেমীদের মধ্যে। অনেকের কাছে রবার্টকে ভালো লাগলেও, অনেকেই মেনে নিতে পারছে না নতুন এই ব্যাটম্যানকে। তার প্রমাণ প্রায় সাড় ৪ লাখ লাইকের পাশাপাশি সাড়ে ৬ হাজার ডিজলাইক!

ছবিটির পরিচালক ম্যাট রিভস চলতি বছরের মার্চ মাসে ছবিটির প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ কাজ শেষ করে রেখেছিলেন। আশা করা হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে ২০২১ সালের ১ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।

শেয়ার