Top
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ সপ্তাহখানেকের মধ্যে গণহত্যার বিচারকাজ শুরু: আসিফ নজরুল ১৩ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শান্তিতে নোবেল পেল জাপানি প্রতিষ্ঠান নিহোন হিডানকিও ‘বাংলাদেশে ধর্মীয় অস্থিতিশীল পরিস্থিতি হলে ভারত ও মিয়ানমারও ভালো থাকবে না’ বঙ্গোপসাগরে বাংলাদেশি মাছ ধরার ট্রলারে গুলিবর্ষণ, নিহত ১ প্রধান উপদেষ্টার ‘রিসেট বাটন’ নিয়ে যা বললেন প্রেস সচিব প্রাইভেটকার খালে পড়ে শিশুসহ ৮ জন নিহত জীবন বিমা করপোরেশনের চেয়ারম্যান হলেন মোখলেস উর রহমান ‘বিএসইসিতে নিরাপত্তার দায়িত্বে থাকবে সশস্ত্র বাহিনী’ সংবাদটি সঠিক নয়

রাজশাহীতে কর্মসংস্থান ব্যাংকের ‘গ্রাহক সচেতনতা কর্মসূচি’ অনুষ্ঠিত

২৮ সেপ্টেম্বর, ২০২৪ ১০:১০ অপরাহ্ণ
রাজশাহীতে কর্মসংস্থান ব্যাংকের ‘গ্রাহক সচেতনতা কর্মসূচি’ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীতে কর্মসংস্থান ব্যাংকের সিএমএসই ঋণ কর্মসূচিতে গ্রাহক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘গ্রাহক সচেতনতা কর্মসূচি’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) পোস্টাল একাডেমি, রাজশাহীতে এ প্রোগ্রামের আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, এসএমইএসপিডি-র পরিচালক নওশাদ মোস্তফা।

এছাড়া এসএমইএসপিডি-র যুগ্ম-পরিচালক মোহাম্মদ সাদ্দাম হোসেন চৌধুরী, কর্মসংস্থান ব্যাংকের ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মশিউর রহমান ও রাজশাহী বিভাগীয় ও আঞ্চলিক কার্যালয় প্রধানসহ রাজশাহী অঞ্চলের রাজশাহী, বোয়ালিয়া ও পবা শাখার উদ্যোক্তাগণ অংশগ্রহণ করেন।

অতিথিবৃন্দ রাজশাহী অঞ্চলাধীন রাজশাহী, বোয়ালিয়া ও পবা শাখার উদ্যোক্তাগণের সাথে সিএমএসই কর্মসূচির সুবিধা, অসুবিধা নিয়ে আলোচনা করেন। আগত গ্রাহকদের সকল কথা শুনেন এবং তদানুযায়ী পরামর্শ প্রদান করেন।

এসময় ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে পিছিয়ে পড়া যুবদের কর্মসংস্থান ব্যাংক হতে সহজ শর্ত ও স্বল্প সুদে ঋণ গ্রহণের আহবান জানান। তিনি বলেন, কর্মসংস্থান ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারী উন্নত গ্রাহক সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

বিএইচ

শেয়ার