Top
সর্বশেষ
জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র অন্তর্বর্তী সরকারও দেবে: প্রেস সচিব সীমান্ত সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব এবার এস আলমের প্রতিষ্ঠানকে ফোর্স লোন সুবিধা দিল ইউনিয়ন ব্যাংক ৬ কারণে ডলারের বাজারে অস্থিরতা, মনিটরিং জোরদার করেছে কেন্দ্রীয় ব্যাংক এস আলমের ৮ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজ করতে দুদকের চিঠি বেস্ট হোল্ডিংসের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন ইসরায়েলি শ্রমবাজারের দখল নিচ্ছে ভারতীয়রা রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার নির্দেশ আন্দোলন প্রত্যাহার করলেন ট্রেইনি চিকিৎসকরা

ভোমরায় দুই মাসে ৫৬০ টন মসুর ডাল আমদানি

৩০ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৫৫ অপরাহ্ণ
ভোমরায় দুই মাসে ৫৬০ টন মসুর ডাল আমদানি

চলতি অর্থবছরের দুই মাসে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ গুণের বেশি বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, দেশের বাজারে চাহিদা বাড়ায় ডালপণ্যটির আমদানি বেড়েছে।

এ বিষয়ে ভোমরা শুল্কস্টেশনের রাজস্ব শাখা সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বন্দর দিয়ে ৫৬০ টন মসুর ডাল আমদানি হয়েছে, যার মূল্য ৯ কোটি ১০ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-আগস্টে আমদানির পরিমাণ ছিল ৪১ টন, যার মূল্য ছিল ৬২ লাখ টাকা। এ হিসাবে গত দুই মাসে ৫১৯ টন আমদানি বেড়েছে। অন্যদিকে মূল্য হিসাবে ৮ কোটি ৪৮ লাখ টাকার আমদানি বেড়েছে।

তবে আমদানি বাড়লেও দেশের বাজারে এখনো বাড়ছে এর দাম। তিন-চার সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে কেজিতে ১০-১২ টাকা পর্যন্ত দাম বেড়েছে। ব্যবসায়ীরা জানান, আমদানি খরচ বাড়ায় মসুর ডালের দাম কমছে না।

এনজে

শেয়ার