Top

নিয়োগের ২ দিনের মাথায় নৌ পরিবহন সচিবকে ওএসডি

০২ অক্টোবর, ২০২৪ ৫:০৪ অপরাহ্ণ
নিয়োগের ২ দিনের মাথায় নৌ পরিবহন সচিবকে ওএসডি
নিজস্ব প্রতিবেদক :

নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব পদ থেকে একেএম মতিউর রহমানকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

গত ৩০ সেপ্টেম্বর অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান একেএম মতিউর রহমানকে পদোন্নতি দিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছিল। তবে নিয়োগের ২ দিনের (৪৮ ঘণ্টা) মাথায় তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

বিএইচ

শেয়ার