Top
সর্বশেষ

মালয়েশিয়ায় ২১৪ বাংলাদেশিসহ ৬০২ অভিবাসী গ্রেফতার

০৬ অক্টোবর, ২০২৪ ১০:১৮ পূর্বাহ্ণ
মালয়েশিয়ায় ২১৪ বাংলাদেশিসহ ৬০২ অভিবাসী গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক :

অবৈধ অনুপ্রবেশের দায়ে মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে ২১৪ বাংলাদেশিসহ ৬০২ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ।

শনিবার (৫ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১২টায় সেলাঙ্গর রাজ্যে একটি সমন্বিত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ অভিযানে ১ হাজার ৯১ জন বিদেশির কাগজপত্র যাচাই-বাছাই করে ৬০২ জন নারী ও পুরুষ অভিবাসীকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ২১৪ জন বাংলাদেশি রয়েছে।

সেলাঙ্গর মন্ত্রী দাতু সেরী আমিরুদ্দিন সারি জানিয়েছেন, গ্রেপ্তার বাংলাদেশিদের মধ্যে ২১৩ জন পুরুষ ও একজন নারী। বাংলাদেশি ছাড়াও অন্য গ্রেপ্তারকৃতরা ইন্দোনেশিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন এবং আলজেরিয়ার নাগরিক। অভিবাসন আইন এবং ব্যক্তি পাচারবিরোধী ও অভিবাসী চোরাচালান আইনের অধীনে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

মন্ত্রী জানান, সেলাঙ্গরে বিদেশিদের উপস্থিতি সংখ্যা দেখে এই অভিযান চালানো হয়। কাগজপত্র যাচাই-বাছাই করা ৬০ শতাংশেরও বেশি ছিলেন অবৈধ অভিবাসী।

সূত্র: দ্য স্টার অনলাইন

শেয়ার