Top
সর্বশেষ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৩তম আবর্তনের ক্লাস শুরুর প্রজ্ঞাপন জারি

০৮ অক্টোবর, ২০২৪ ১:৪৮ অপরাহ্ণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৩তম আবর্তনের ক্লাস শুরুর প্রজ্ঞাপন জারি

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ (৫৩ তম আবর্তন) ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম শুরু ও হল বন্টনের প্রজ্ঞাপন জারি করেছে প্রশাসন।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) এবং কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ ও হল বন্টনের তালিকা প্রকাশ করা হয়।

এতে উল্লেখ করা হয়, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ২০ অক্টোবর ২০২৪ তারিখ থেকে শুরু হবে। সে লক্ষ্যে ক্লাস রোল, রেজিস্ট্রেশন নম্বর ও হল বন্টন করা হলো। শিক্ষার্থীদেরকে স্ব স্ব হল প্রভোস্ট পর্যায়ক্রমে হলে সিট বরাদ্দের ব্যবস্থা করবেন। পোষ্য কোটায় ভর্তিকৃত কোন শিক্ষার্থীকে হলে সিট বরাদ্দ দেয়া হবে না। তাদেরকে শুধুমাত্র হলের সাথে সংযুক্ত করা হলো। তারা কোনো আবাসিক হলে অবস্থান করতে পারবে না।

এতে আরো উল্লেখ করা হয়, ভর্তি নিশ্চিতকরণের সময় দাখিলকৃত কোন শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার নম্বরপত্র/সনদপত্র অথবা অন্য যে কোনো দলিল/কাগজপত্র ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তি বাতিল বলে গণ্য হবে। এই তালিকায় কোনো ভুলত্রুটি পরিলক্ষিত হলে পরবর্তী পর্যায়ে তা কর্তৃপক্ষ সংশোধন করতে পারবেন।

উল্লেখ্য যে, শিক্ষার্থীদেরকে নিজ নিজ হলে অবস্থানের লক্ষ্যে আগামী ১৭-১০-২০২৪ তারিখ থেকে যোগাযোগ করার জন্য বলা হলো।

এনজে

শেয়ার