Top
সর্বশেষ

ইবিতে বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্ট হলেন ড. মিজানুর রহমান

০৮ অক্টোবর, ২০২৪ ১:৫৩ অপরাহ্ণ
ইবিতে বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্ট হলেন ড. মিজানুর রহমান

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এ. টি. এম. মিজানুর রহমান। আগামী ১ বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছেন উপাচার্য। মঙ্গলবার (০৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নিয়োগের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম ইতোমধ্যে পদত্যাগ করেছেন। ফলে তদস্থলে একই বিভাগের অধ্যাপক ড. এ. টি. এম. মিজানুর রহমান-কে নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। ০৮ অক্টোবর থেকে আগামী এক বছর তিনি এই দায়িত্ব পালন করবেন। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন।

এনজে

শেয়ার