জাবি প্রতিনিধি: যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে।
৯ অক্টোবর (বুধবার) এলসিভিয়ার জার্নালের সাথে যৌথ প্রযোজনায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি রাঙ্কিং ২০২৫’ তালিকা প্রকাশিত হয়। পৃথিবীর সবচেয়ে রিলায়েবল ইউনিভার্সিটি র্যাঙ্কিং প্রতিষ্ঠান কর্তৃক প্রণীত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৫-এ বাংলাদেশের মধ্যে ১ম স্থানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। র্যাঙ্কিংয়ে এ জাবির সাথে প্রথম অবস্থানে আছে বশেমুরকৃবি, ড্যাফোডিল, যবিপ্রবি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৫-এ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৮০১-১০০০তম পজিশনে অবস্থান করে দেশসেরা বিশ্ববিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে। একই অবস্থানে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচার ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যশোর ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে। এবার বিশ্বের ২০৯২টি বিশ্ববিদ্যালয় নিয়ে র্যাঙ্কিং প্রকাশ করেছে টাইমস হায়ার এডুকেশন।
এ বছর ১৮টি পারফরম্যান্স সূচক বিবেচনায় নিয়ে এবারের র্যাঙ্কিং করা হয়েছে। গত বছরের (২০২৪) র্যাঙ্কিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের দেশসেরা বিশ্ববিদ্যালয় হওয়ার ধারাবাহিকতায় ২০২৫ সালেও বাংলাদেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম স্থান অধিকার করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্বনামধন্য এই র্যাঙ্কিং ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি দেশের অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক র্যাঙ্কিং গতবছরের তুলনায় ঊর্ধ্বগামী। ২০২৪ সালে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের ৯টি বিশ্ববিদ্যালয়ের নাম স্থান পেলেও সেই সংখ্যাটি এবার বেড়ে দাঁড়িয়েছে ১৭টিতে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাড়াও র্যাঙ্কিংয়ে ৮০১-১০০০তম গ্রুপে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচার বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি। ১০০১-১২০০তম গ্রুপে রয়েছে যথাক্রমে বুয়েট, চুয়েট, কুয়েট, ব্র্যাক, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ।১২০১-১৫০০তম গ্রুপে রয়েছে রুয়েট, খুলনা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ১৫০১+ তম গ্রুপে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তালিকায় থাকা আরও ৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেলেও তাদের র্যাঙ্কিং প্রকাশ করা হয়নি।
র্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে শীর্ষে অবস্থান করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে এমআইটি। এশিয়ার মধ্য থেকে বিশ্ব র্যাঙ্কিংয়ে চীনের সিংহুয়া এবং পিকিং ইউনিভার্সিটি যথাক্রমে ১২তম এবং ১৩তম অবস্থানে রয়েছে। এ বছর ১৮টি বিষয়কে পারফরম্যান্স সূচক বিবেচনায় নিয়ে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর পাঠদান, গবেষণায় দক্ষতা এবং পরিবেশ, ইন্ডাস্ট্রি এনগেজমেন্ট, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এই পাঁচটি বিষয় বিবেচনা করা হয়েছে এবারের তালিকায়।
এনজে