Top
সর্বশেষ

জিনিয়াস ফাউন্ডেশন নারায়ণগঞ্জ’র বৃত্তি কার্যক্রম উদ্বোধন

১১ অক্টোবর, ২০২৪ ১০:২১ পূর্বাহ্ণ
জিনিয়াস ফাউন্ডেশন নারায়ণগঞ্জ’র বৃত্তি কার্যক্রম উদ্বোধন

বেসরকারী সংস্থা জিনিয়াস ফাউন্ডেশন নারায়ণগঞ্জ’র বৃত্তি কার্যক্রম’২০২৪ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর ) নারায়ণগঞ্জের একটি অডিটরিয়ামে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের সিলেবাস বিতরণ ও রেজিস্ট্রেশন ফরম পূরণ করানোর মাধ্যমে এ বছরের বৃত্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। “To lead the world be Genius” এই স্লোগানকে সামনে রেখে সংস্থাটির পরিচালক আসাদুজ্জামান রাকিব এ বৃত্তি কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তৃতায় সংস্থাটির পরিচালক এ বছর সর্বাধিক সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের মেধা বিকাশে তাদের নানামূখী কর্মসূচীর কথা তুলে ধরেন।

প্রকল্পের উদ্বোধন কালে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ফরম বিতরনের পাশাপাশি বৃত্তি কার্যক্রম পরিচালনায় নিয়োজিত কর্মকর্তাদের কাছে পরীক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়।

নির্বাহী পরিচালক রায়হান বিন রাফিক এর পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন “জিনিয়াস ফাউন্ডেশন নারায়ণগঞ্জ” এর সদস্য সচিব মোঃ ইসমাইল ,নির্বাহী সদস্য অমিত হাসান, আমজাদ হোসাইন, কামারুল ইসলাম, আল -হেলাল, আব্দুল্লাহ আল মামুনসহ জিনিয়াস এর কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, জিনিয়াস ফাউন্ডেশন নারায়ণগঞ্জ ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়ে নারায়ণগঞ্জ শহরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা ও সামাজিক কার্যক্রম সুনামের সাথে পরিচালনা করে আসছে। পরীক্ষার মাধ্যমে বাছাই করে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সংস্থাটির গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এই প্রকল্পের অংশ হিসেবে ২০০৫ সাল থেকে অসংখ্য শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে সংস্থাটি।

এএ

শেয়ার