খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট, পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ.টি.এম মোস্তফা কামালকে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের ডিজি করা হয়েছে।
পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) (বগুড়া) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবদুল মালেককে বিয়াম এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (পদোন্নতিজনিত) করা হয়েছে। এছাড়া অতিরিক্ত সচিব মো. ইউনুছ আলীকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ডিজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
বিএইচ