Top
সর্বশেষ

জবিতে প্রতিনিয়ত চলছে শহীদ মিনারের অবমাননা

১৬ মার্চ, ২০২১ ৫:৫৪ অপরাহ্ণ
জবিতে প্রতিনিয়ত চলছে শহীদ মিনারের অবমাননা
জবি প্রতিনিধি :

ভাষা শহীদদের স্মৃতি রক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক ভবনের সামনে নির্মিত শহীদ মিনারে প্রতিনিয়ত চলছে অবমাননা।

দেশের স্বনামধন্য একটি বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়। দেশের সকল ঐতিহাসিক আন্দোলনের মতো ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সাথেও জড়িয়ে আছে জবির নাম। এই বিশ্ববিদ্যালয়েরই কৃতি শিক্ষার্থী ভাষা শহীদ রফিকউদ্দিন আহমদ।

সারাদেশের মতো ভাষা ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও স্মৃতি রক্ষার্থে জবির প্রশাসনিক ভবনের সামনে নির্মিত হয়েছে শহীদ মিনার। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য নির্মিত হলেও প্রতিনিয়ত চলছে অবমাননা।

সরেজমিনে দেখা যায়, জবির ছোট্ট ক্যাম্পাসে সেরকম জায়গা না থাকায় এখানে বসেই আড্ডা দেন তরুণ-তরুণীরা। যার মধ্যে প্রায় সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের মধ্যে অনেকেই জুতা পায়ে উঠে পরেন শহীদ মিনারের বেদিতে। যা শহীদ মিনারের চরম অবমাননা। শহীদ মিনারের আশেপাশে কোনো সাইনবোর্ডে নেই কোনো সতর্কবার্তাও। যার ফলে হরহামেশাই অবমাননার শিকার হচ্ছে শহীদ মিনার।

এছাড়াও শুধুমাত্র ভাষার মাসে শহীদ মিনার ধুয়েমুছে পরিস্কার পরিচ্ছন্ন করলেও সারাবছর আর কোনো তদারকি লক্ষ্য করা যায় না। ফলে প্রায় সময়ই ধুলাবালিতে আচ্ছন্ন ও অপরিচ্ছন্নতায় ভরপুর থাকে জবির শহীদ মিনার।

এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘ইতোমধ্যেই মৌখিকভাবে সবাইকে সতর্ক করা হয়েছে। খুব দ্রুতই সানবোর্ডে নোটিশ টানিয়ে দেওয়া হবে। এমন যাতে আর না হয় সেজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার