Top
সর্বশেষ

বিশ্বাবাজারে ১ দশমিক ১ শতাংশ বেড়েছে কোকোর দাম

২৩ অক্টোবর, ২০২৪ ১০:০২ পূর্বাহ্ণ
বিশ্বাবাজারে ১ দশমিক ১ শতাংশ বেড়েছে কোকোর দাম

ফিউচার মার্কেটে সোমবার বেড়েছে কোকোর দাম। পশ্চিম আফ্রিকা কোকো উৎপাদনে আংশিক পুনরুদ্ধার দেখিয়েছে। তবে এটি বৈশ্বিক সরবরাহ ঘাটতি প্রতিরোধে যথেষ্ট মনে করা হচ্ছে না যে কারণে ফিউচার মার্কেটে বেড়েছে কোকোর দাম। খবর বিজনেস রেকর্ডার।

লন্ডন মার্কেটে মার্চে সরবরাহ চুক্তিতে কোকোর দাম ১ দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৫ হাজার ৭৮ পাউন্ডে। গত সপ্তাহে পণ্যটির দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ টনপ্রতি ৫ হাজার ৪৮১ পাউন্ডে পৌঁছেছিল।

এ বিষয়ে অ্যানালিস্ট সংস্থা বিএমইআইয়ের সম্প্রতি প্রকাশিত এক পূর্বাভাস অনুযায়ী, ২০২৪-২৫ মৌসুমে (অক্টোবর-সেপ্টেম্বর) আবারো কোকোর বৈশ্বিক বাজার ঘাটতির মুখোমুখি হবে। এক নোটে সংস্থাটি জানায়, এ সময় ঘাটতির পরিমাণ হতে পারে ৩০ হাজার টন, ২০২৩-২৪ মৌসুমে যা ছিল ৪ লাখ ৪০ হাজার টন।

এনজে

শেয়ার