Top

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, আটক ৩৪

২৮ অক্টোবর, ২০২৪ ৩:০৭ অপরাহ্ণ
মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, আটক ৩৪
নিজস্ব প্রতিবেদক :

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে রাজধানীর মোহম্মদপুরের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান এবং জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি, চাঁদাবাজ, ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের সদস্যসহ ৩৪ জনকে আটক করা হয়েছে। এছাড়া বেশ কিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তেজগাঁও বিভাগের ডিসি মো. রুহুল কবির খান।

তিনি জানান, আটককৃত ৩৪ জনের মধ্যে সেনাবাহিনী আটক করেছে ১৫ জনকে আর পুলিশ আটক করেছে ১৯ জনকে। তাদের কাছ থেকে ছিনতাই ও ডাকাতিতে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

ডাকাতি, ছিনতাই, এমনকি হত্যাসহ নানা অপরাধের কারণে সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দু রাজধানীর মোহাম্মদপুর। এমন অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবার মাঠে সরব যৌথ বাহিনী।

অপরাধ দমনে মোহাম্মাদপুরের বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর অভিযানে হত্যা মামলার আসামি, ছিনতাই, চাঁদাবাজ এবং কিশোর গ্যাং চক্রের ৩৪ জনকে আটক করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারদের মধ্যে অন্যতম মোহাম্মদপুরের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সেলিম এবং রুহুল গ্যাংয়ের শীর্ষ সন্ত্রাসী ইব্রাহিম ও সাগর। এ ছাড়াও জেনেভা ক্যাম্পের ২ শীর্ষ মাদক ব্যবসায়ী, ১০ জন ছিনতাইকারী এবং কিশোর গ্যাংয়ের ৭ দুষ্কৃতকারীও রয়েছে।

এদিকে রোববার (২৭ অক্টোবর) মধ্যরাতে মোহাম্মদপুরের শেখেরটেক এলাকা থেকে ধারালো অস্ত্রসহ এক তরুণী ও যুবককে আটক করে স্থানীয়রা। পরে আটক ও গ্রেফতার করা আসামিদের মোহম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।

বিএইচ

শেয়ার