Top
সর্বশেষ

চাঁদপুরে বিশেষ টাস্কফোর্সের অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা

০৫ নভেম্বর, ২০২৪ ৬:৫৭ অপরাহ্ণ
চাঁদপুরে বিশেষ টাস্কফোর্সের অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা
চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুরে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল করার লক্ষ্যে এবং নিষিদ্ধ পলিথিনের ওপরে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত জেলা পর্যায়ের বিশেষ টাস্কফোর্স কমিটির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে এবং মূল্যতালিকা না থাকাসহ বিভিন্ন কারণে ৪ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং ৭৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

মঙ্গলবার (৫ নভেম্বর) চাঁদপুর শহরের ওয়ারলেস বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।

অভিযানে জেলা পর্যায়ের বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক মো. নুর হোসেন বলেন, শহরের ওয়ারলেস বাজারে ৩টি দোকানের মূল্যতালিকায় অসামঞ্জস্য থাকায় এবং পণ্যের দাম বেশি থাকায় ৩ প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন বলেন, এ মাসের ১ তারিখ থেকে পলিথিন নিষেধ করা হয়েছে। তারই ধারাবাহিকতা আজকের অভিযানে একটি প্রতিষ্ঠানে নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদানকরা হয় এবং প্রতিষ্ঠানটি থেকে ৭৫ কেজি পলিথিন জব্দ করা হয়।

পরে একইদিনে আলু ব্যবসায়ীদের অভিযোগোর ভিত্তিতে শহরে মনোহরখাদী কোল্ড স্টোরেজের অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ব্যবসায়ীদেরকে ক্রয়-বিক্রয়ের রশিদসহ বিভিন্ন নির্দেশনার সঙ্গে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়।

এ সময় অভিযানে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত জেলা পর্যায়ের বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুকবুল হোসেন, জেলা ক্যাব এর দপ্তর সম্পাদক বিপ্লব সরকার, পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নান, পরিদর্শক শরমিতা আহমেদ লিয়াসহ জেলা পুলিশ একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

এম জি

শেয়ার