Top
সর্বশেষ

চাঁদপুরে চরমোনাইর নমুনায় ৩ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

১১ নভেম্বর, ২০২৪ ৮:০৭ অপরাহ্ণ
চাঁদপুরে চরমোনাইর নমুনায় ৩ দিনব্যাপী মাহফিল সম্পন্ন
চাঁদপুর প্রতিনিধি :

দেশের কল্যাণ, দুনিয়া ও আখেরাতের শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর জেলা শাখার আয়োজনে চাঁদপুর শহরের পুরানবাজার স্টার আলকায়েদ জুটমিলস্ সংলগ্ন বালুমাঠে চরমোনাইর নমুনায় ৩ দিনব্যাপী ওয়াজ মাহফিল।

সোমবার (১১ নভেম্বর) ফজরের নামাজ শেষে সমাপনী বক্তব্য ও আখেরি মোনাজাত পরিচালনা করেন পীর সাহেব চরমোনাই হজরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

পীর সাহেব চরমোনাই আখেরি মোনাজাতে দেশ, মানবতা, ইসলাম ও দেশের মানুষের শান্তি ও কল্যাণের জন্য দোয়া করেন। বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং ইসলামবিরোধী, মানবতাবিরোধী অপশক্তির হেদায়াতেরও দোয়া করেন। মুমিন মুসলমানদের ঐক্যের আহ্বানেরও দোয়া করা হয়। এ সময় পুরো মাঠ আমিন আমিন রবে মুখরিত হয়। তার সঙ্গে লাখো মুসল্লি দুই হাত তুলে ‘আমিন’, ‘আমিন’ ধ্বনিতে প্রকম্পিত করে তোলেন পুরো মাহফিলের মাঠ ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে লাগানো মাইকে সেই ধ্বনি ছড়িয়ে পড়ে চারপাশের এলাকায়। মোনাজাতের সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। অনেকে কেঁদে কেঁদে মহান আল্লাহর কাছে ক্ষমা চান।
পুরানবাজার আকাশে-বাতাসে ধ্বনিত হতে থাকে লাখো কন্ঠের কান্নার ধ্বনি। নানা বয়সী ও পেশার মানুষ, এমনকি ওই এলাকার বাসা ও বাড়ি থেকে নারীরাও মাইকের ধ্বনিতে মোনাজাতে অংশ নিয়ে আল্লাহর দরবারে মনের আকুতি জানিয়ে কেঁদে বুক ভাসিয়েছেন।

মোনাজাতে পির সাহেব চরমোনাই বিশ্বের নির্যাতিত মুসলমানদের ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসল্লি আকুতি জানান। বিশ্ব শান্তির জন্য দোয়া করেন।

সরেজমিন দেখা যায়, ইজতেমা ময়দানে তিল ধারণের ঠাঁই নেই। ভেতরে ঠাঁই না পেয়ে মুসল্লিদের অবস্থান নিতে হয়েছে সড়ক ও আশপাশের বাড়ির ছাদে। কয়েক লাখ মুসল্লির সমাগমে পুরানবাজার শিল্পনগরী পরিণত হয়েছে ধর্মীয় নগরীতে।

৩ দিনব্যাপী এ মাহফিলে জাতীয় ও স্থানীয় প্রায় শতাধিক দেশবরেণ্য ওলামা মাশায়েখ উপস্থিত থেকে আলোচনা পেশ করেন।

আখেরি মোনাজাতে মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা নুরুল আমিন ও সদস্য সচিব ও ইসলামী আন্দোলনের জেলা সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদীনসহ আলেম-উলামা ও ধর্মপ্রাণ মুসল্লীরা উপস্থিত ছিলেন।

এম জি

শেয়ার