Top

রাবি ভর্তি পরীক্ষা: প্রাথমিকভাবে জমা পড়েছে ১ লাখ ৮৪ হাজার আবেদন

১৯ মার্চ, ২০২১ ২:৫২ অপরাহ্ণ
রাবি ভর্তি পরীক্ষা: প্রাথমিকভাবে জমা পড়েছে ১ লাখ ৮৪ হাজার আবেদন
রাবি প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রাথমিক আবেদনের মেয়াদ শেষ হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) রাত ১২ টা পর্যন্ত মোট তিনটি ইউনিটে আবেদন পড়েছে ১ লাখ ৮৪ হাজার ৩৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর।

শুক্রবার দুপুরে তথ্যটি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি সেন্টারের পরিচালক ড. বাবুল ইসলাম জানান, ২০২০-২১ সেশনে স্নাতক প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রাথমিক আবেদনের মেয়াদ গতকাল রাত বারোটা থেকে শেষ হয়েছে। এবছর রাবির ভর্তি পরীক্ষায় অংশ নিতে মোট তিন ইউনিটে প্রাথমিক আবেদন করেছে ১ লাখ ৮৪ হাজার ৩৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

কোন ইউনিটে কত জন আবেদন করেছে জানতে চাইলে তিনি বলেন, মানবিক বিভাগে (এ ইউনিট) ১ লাখ ১৬ হাজার ২’শ ১৮ জন, ব্যবসা বিভাগে (বি ইউনিট) ৬৮ হাজার ৬’শ ১৮ জন এবং বিজ্ঞান বিভাগে (সি ইউনিট) ১ লাখ ২০ হাজার ১’শ ৫৫ জন শিক্ষার্থী আবেদন করেছে।

এছাড়া বিভাগ পরিবর্তনের সুযোগ থাকায় একজন শিক্ষার্থী একই সাথে বিভিন্ন বিভাগে আবেদনের সুযোগ পেয়েছে বলে জানান এই আইসিটি পরিচালক।

এর আগে, গত ৭ মার্চ দুপুর ১২ টা থেকে শুরু হয় ২০২০-২১ সেশনের প্রাথমিক ভর্তি আবেদন।

উল্লেখ্য, আগামী ২৩ মার্চ দুপুর ১২ টা চুড়ান্ত আবেদন শুরু হবে। চুড়ান্ত আবেদনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃক চুড়ান্তভাবে নির্ধারণকৃত ইউনিট প্রতি ৪৫ হাজার করে মোট ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হবে। তালিকায় উল্লেখিত শিক্ষার্থীরাই কেবল অনলাইনে ১১’শ টাকা পরিশোধের মাধ্যমে চুড়ান্ত আবেদন করতে পারবে।

শেয়ার