Top

কুড়িয়ে পাওয়া শিশুটির দত্তক পেলেন ফারজানা

১৯ মার্চ, ২০২১ ৩:২৮ অপরাহ্ণ
কুড়িয়ে পাওয়া শিশুটির দত্তক পেলেন ফারজানা
সাতক্ষীরা প্রতিনিধি :

শ্যামনগরে কার্লভার্টের ওপর একটি পরিত্যক্ত ব্যাগ থেকে উদ্ধার হওয়া শিশু পুত্রটিকে আদালতের মাধ্যমে দত্তক পেলেন ফারজানা বেগম। তিনি ঢাকার উত্তর যাত্রাবাড়ী এক নম্বর গেট, বিবির বাগিচার বাসিন্দা মোঃ জাহাঙ্গীর হোসেনের স্ত্রী।

সাতক্ষীরার শিশু আদালতের ভারপ্রাপ্ত বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বৃহস্পতিবার (১৮ মার্চ) এক আদেশে শিশু পুত্রটির সার্বিক মঙ্গলার্থে এবং দত্তক গ্রহীতার আর্থিক ও সামাজিক অবস্থা বিবেচনা করে ওই আদেশ দেন।

দত্তক গ্রহীতা ফারজানা বেগমের স্বামী ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে জানান, ১৭ বছরের দাম্পত্য জীবনে তারা সন্তানের মুখ দেখতে পারেননি। সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে শিশুটির কথা জানতে পেরে তারা শ্যামনগর শিশু কল্যাণ বোর্ডের কাছে আবেদন করেন শিশুটিকে পাওয়ার জন্য।

অবশেষে আদালতের আদেশে তারা সন্তানের পিতা-মাতা হতে পেরে অত্যন্ত খুশি। তিনি আরও জানান, সন্তাটিকে তারা পবিত্র কুরআনের একজন হাফেজ হিসেবে গড়ে তুলতে চান। ফারজানা-জাহাঙ্গীর দম্পতি এ ব্যাপারে সকলের দোয়া কামনা করেন।

শেয়ার