Top

চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীরা পেল শিক্ষাবৃত্তি

১৪ নভেম্বর, ২০২৪ ৫:৫৯ অপরাহ্ণ
চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীরা পেল শিক্ষাবৃত্তি
চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ‘উপজেলা প্রশাসন শিক্ষা বৃত্তি-২০২৪’ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা মিলনায়তনে ১৯জন শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির নগদ অর্থ ও সনদপত্র তুলেদেন প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

জেলা প্রশাসক উপস্থিত মেধামী শিক্ষার্থীদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য দিক নির্দেশনা ও পরামর্শমূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রাণ কৃষ্ণ দেবনাথ।

সদর উপজেলা শিক্ষা অফিসার ভব রঞ্জন দাস, উপজেরা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজর সুমন কুমার দাসসহ অভিভাবক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৯জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে ১ লাখ ৯০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।

এম জি

শেয়ার