Top

ফরিদগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ম্যাজিষ্ট্রেটের অভিযান

১৯ মার্চ, ২০২১ ৬:১৯ অপরাহ্ণ
ফরিদগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ম্যাজিষ্ট্রেটের অভিযান
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের ফরিদগঞ্জে ডাকাতিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অবৈধ ড্রেজার মেশিন ও পাইব বিনষ্ট করেছেন উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১টি অবৈধ ড্রেজার মেশিন ও পাইব বিনষ্ট করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার বলেন, উপজেলার দক্ষিণ ইউনিয়নের কাটাখালি এলাকায় একটি চক্রের ডাকাতিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনাটি শুনে পুলিশ সহায়তায় ড্রেজার মেশিনটি ও পাইবগুলো বিনষ্ট করে দেই।

তিনি আরো বলেন, অবৈধ ড্রেইজারের বিষয়ে প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

শেয়ার