যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর ঊর্ধ্বমুখী ক্রিপ্টোকারেন্সির বিশ্ববাজার। ডোনাল্ড ট্রাম্প ডিজিটাল মুদ্রার এ বাজারকে সহায়তা করতে পারেন—এমন প্রত্যাশায় সম্প্রতি বিশ্বব্যাপী ক্রিপ্টোকারেন্সিগুলোর বাজারের মূল্য ৩ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। বিটকয়েন এ বাজারে আধিপত্যশীল হয়ে উঠছে।
বর্তমানে একেকটি বিটকয়েনের দাম ৯০ হাজার ডলারের বেশি। চলতি বছর এর দাম দ্বিগুণ হয়ে গেছে। ছোট ক্রিপ্টোকারেন্সির মধ্যে ইথেরিয়ামের দাম ভোটের পর থেকে প্রায় ৩৩ শতাংশ বেড়ে ৩ হাজার ২২০ ডলারে পৌঁছেছে। এছাড়া ডজকয়েনের দাম ১৪০ শতাংশ বেড়েছে। খবর রয়টার্স
এনজে