Top

যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালককে ওএসডি

১৯ নভেম্বর, ২০২৪ ৬:৫৯ অপরাহ্ণ
যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালককে ওএসডি
নিজস্ব প্রতিবেদক :

যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মো. সাইফুজ্জামানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে ২০২৩ সালের ২৯ নভেম্বর যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক পদে নিয়োগ পান ড. গাজী মো. সাইফুজ্জামা।

তার আগে তিনি বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।

বিএইচ

শেয়ার