Top

প্রাণীজ খাদ্য সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় সভা

২০ নভেম্বর, ২০২৪ ১:১৮ অপরাহ্ণ
প্রাণীজ খাদ্য সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় সভা
মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জ প্রাণীজ খাদ্য সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসন মানিকগঞ্জ।

বুধবার (২০ নভেম্বর) মানিকগঞ্জ সরকারি সমন্বিত অফিস ভবনের মাল্টিপারপাস হল রুমে মানিকগঞ্জ জেলা প্রসাশনের আয়োজনে এবং জেলা প্রণীসম্পদ অধিদপ্তর ও জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায়, প্রাণীজ খাদ্য সংশ্লিষ্ট অংশীজনদের সাথে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুন,অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব, জেলা মৎস কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

এনজে

শেয়ার