Top

রেলের নতুন সচিব ফাহিমুল ইসলাম

২০ নভেম্বর, ২০২৪ ৫:৩৭ অপরাহ্ণ
রেলের নতুন সচিব ফাহিমুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক :

সেতু বিভাগের সচিব মো. ফাহিমুল ইসলামকে বদলি করে রেলপথ মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে গত ৭ অক্টোবর সেতু বিভাগের সচিব হন ফাহিমুল ইসলাম।

তার আগে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

বিএইচ

শেয়ার