Top

পুলিশের পেনশন ভাতায় জালিয়াতি

২১ নভেম্বর, ২০২৪ ১১:০৭ পূর্বাহ্ণ
পুলিশের পেনশন ভাতায় জালিয়াতি
কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পাইকেরটারি এলাকার বাসিন্দা ছিলেন মরহুম এ এস আই মিজানুর রহমান। তিনি সর্বশেষ লালমনিরহাট হাতিবান্ধা থাকয় কর্মরত থাকা অবস্থায় রোগে আক্রান্ত হয়ে পরেন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।  তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ আগষ্ট ২০১৮ ইং তারিখে ইন্তেকাল করেছেন।

তার মৃত্যু পর পরিবারের দ্বায়িত্ব পরে মিজানুরের স্ত্রী মোছাঃ মৌসুমি পারভিনের কাঁধে। তিনি পেশায় একজন শিক্ষিকা,পুলিশ লাইনস্কুল কুড়িগ্রামে কর্মরত আছেন। গত ১৩ জানুয়ারি ২০১৯ ইং তারিখে নাগেশ্বরী পৌরসভাধীন ৪,৫,৬ নং ওয়ার্ডের বিবাহ ও তালাক রেজিস্ট্রার (কাজী) মাওঃ শফিউল আলম এর অফিসে ইসলামী ঘর শরিয়ত মোতাবেক রেজি:কৃত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। স্বামী স্ত্রী রুপে সংসার করতেছে তারা।

কিন্তু তৎসময় হতে এ এস আই মিজানুর রহমানের স্ত্রী মৌসুমি পারভিন রাষ্টীয় আইন ভঙ্গ করে প্রতারণা পূর্বক স্বামীর পেনশনের ভাতা অদ্যবতি উপভোগ করে আসছে। দ্বিতীয় বিয়েটা শফিকুল ইসলামের সাথে হয়,

এই ব্যাপারটা গোপন রেখে চেয়ারম্যান এর কাছে অবৈধ প্রত্যয়ন পত্র নিয়ে দিনের পর দিন বেআইনি ভাবে পেনশনের টাকা ভোগ করতেছে ।

কচাকাটা ইউপি চেয়ারম্যান কতৃক প্রদত্ত মৌসুমি পারভিন দ্বিতীয় বিবাহ করেন নাই মর্মে প্রত্যয়ন পত্র দ্বারা এই আইন বিরোধী সুবিধা ভোগ করছে।

এনজে

শেয়ার