Top

চুয়াডাঙ্গায় ট্রাক্টর মেরামত করার সময় চালক নিহত

২০ মার্চ, ২০২১ ৫:০১ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় ট্রাক্টর মেরামত করার সময় চালক নিহত
চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গার জেলার দামুড়হুদায় ট্রাক্টার মেরামত করতে গিয়ে হুসাইন আলী নামে এক চালক নিহত হয়েছেন।

শনিবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় আলমগীরের গ্যারেজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুসাইন (২৫) দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামের মৃত মহাব্বত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, চালক হুসাইন আলী তার ট্রাক্টরের হাইড্রলিক্সের সমস্যা দেখা দিলে দামুড়হুদা বাসস্টান্ডের আলমগীগের গ্যারেজে নিয়ে যায়। নিজেই হাইড্রলিক্স উচু করে ট্রাক্টরের নিচে মেরামতের কাজ করছিল। এসময় অসাবধানতাবসত হাইড্রলিক্সটি তার মাথার উপর পড়ে। এতে সে গুরুতর রক্তাক্ত জখম হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস জানান, হাসপাতালে নেয়ার আগেই মারা গেছে হুসাইন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার