Top

আইএফআইসি ব্যাংকের ১ হাজার ২২০তম উপশাখার উদ্বোধন

২৭ নভেম্বর, ২০২৪ ৭:১৮ অপরাহ্ণ
আইএফআইসি ব্যাংকের ১ হাজার ২২০তম উপশাখার উদ্বোধন

সিলেটের বিয়ানীবাজারের চারখাইতে আইএফআইসি ব্যাংকের ১ হাজার ২২০তম উপশাখার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) চারখাইয়ের আল মদিনা শপিং কমপ্লেক্সে উপশাখাটির উদ্বোধন করা হয়।

আইএফআইসি ব্যাংকের সিলেট শাখার ব্যবস্থাপক এম এ কাইয়ুম চৌধুরীর সভাপত্বিতে উপশাখাটির উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ওহিদ আহমদ তালুকদার।

এ সময় চারখাই বাজার কমিটির সভাপতি মো মোফিকুর রহমান, শ্যাওলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর মাধ্যমে আইএফআইসি ব্যাংক দেশব্যাপি ১ হাজার ৪০৮টি শাখা-উপশাখা স্থাপনের দৃষ্টান্ত স্থাপন করেছে।

এম জি

শেয়ার