কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে চারশোর বেশি অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) রায়গঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
সহকারী অধ্যাপক হৃদয়রোগ,মেডিসিন,ডায়াবেটিস ও বাতজ্বর বিশেষজ্ঞ-ডাঃ মোঃ ইউনুস আলী এই ক্যাম্পের আয়োজন করেন।
ক্যাম্পে ফ্রি চিকিৎসা নিতে আশেপাশের ৯টি গ্রাম থেকে ভিড় করেন মানুষ। সবাইকে চিকিৎসা দিতে ৫ জন ডাক্তার নিয়োজিত ছিলেন।
মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল,নাগেশ্বরী পৌর শাখার সাবেক সভাপতি-মোঃ আওলাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ ছায়েদ আলী,মোঃ আকবর আলী,মোঃ জাবেদ আলী,মোঃ মোস্তফা কামাল প্রমূখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এশিয়ান টিভি সাংবাদিক -মিজানুর রহমান মিন্টু, আর টিভির কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি -আব্দুল কুদ্দুস চঞ্চল,সকালের শিরোনাম পোর্টালের জেলা প্রতিনিধি- আবু হাসান আনছারী, বাণিজ্য প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি-আতিকুর রহমানসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
চিকিৎসা নিতে আসা মোঃ আবুল কাসেম বলেন,‘কয়েক দিন থেকে সর্দি-কাশিতে ভুগছি। খবর পেয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে এসেছি। গরিব মানুষ, ভালো ডাক্তার দেখাতে পারি না। বাইরে ৫০০ থেকে ১০০ টাকা লাগে। এখানে ফ্রিতে বড় ডাক্তার দেখাতে পারলাম।’
ডাঃ মোঃ ইউনুস আলী বলেন,’আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না। তাদের কথা ভেবে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।’
তিনি আরো বলেন, আমরা সমাজের জন্য কিছু করতে চাই। এ এলাকার মানুষের প্রতি আমাদের দায় আছে। আমাদের সাধ্য অনুযায়ী সমাজের জন্য যতটুকু করা সম্ভব আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বিএইচ