Top

দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট

০১ ডিসেম্বর, ২০২৪ ৩:৪৮ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। ফান্ডটি ৭১৯ বারে ১০ লাখ ৮৫ হাজার ৫১০ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা মুন্নু ফেব্রিকসেরশেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৫০ বারে ২১ লাখ ২৮ হাজার ৩৯৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৫৮ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা এমারেল্ড অয়েলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ২৩৬ বারে ৩২ লাখ ৬০ হাজার ৯১৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৯০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –দেশবন্ধু পলিমারের ৯.৮২ শতাংশ, ড্রাগণ সোয়েটারের ৯.৬৩ শতাংশ, ডমিনেজ স্টিলের ৯.৪০ শতাংশ, এইচ.আর. টেক্সটাইলের ৯.২৭ শতাংশ, সাইফ পাওয়ারের ৮.৩৩ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৭.৮১ শতাংশ এবং গোল্ডেন সনের লিমিটেডের ৭.৬৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।

 

এসকেএস

শেয়ার