Top

কোটালীপাড়ার ইউপি চেয়ারম্যান পান্নাসহ আটক ৩

০১ ডিসেম্বর, ২০২৪ ৮:১৯ অপরাহ্ণ
কোটালীপাড়ার ইউপি চেয়ারম্যান পান্নাসহ আটক ৩
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল আলম পান্নাসহ ৩ আওয়ামী লীগ নেতাকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতদের সেনাবাহিনীর গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠিয়েছে গোপালগঞ্জ সদর থানা পুলিশ।

রোববার (১ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জ সদরের বেদগ্রাম এলাকা থেকে সেনাবাহিনীর একটি টিম মাজহারুল আলম পান্নাসহ ৩ আওয়ামী লীগ নেতাকে আটক করে গোপালগঞ্জ সদর থানায় সোপর্দ করে।

আটক অপর দুইজন হলেন আওয়ামী লীগ নেতা ফরমান মুন্সী ও কামাল হোসেন মোল্লা।

গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুর রহমান বলেন, কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল আলম পান্নাসহ ৩ আওয়ামী লীগ নেতাকে সেনাবাহিনী আটক করে গোপালগঞ্জ সদর থানায় সোপর্দ করে। তাদেরকে সেনাবাহিনীর গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর গত ১০ আগষ্ট গোপালগঞ্জ সদরের গোপীনাথপুর বাসস্ট্যান্ডে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেনাবাহিনীর উপর হামলা চালিয়ে গাড়ী ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ১০৬ জনের নাম উল্লেখ ও ৩ হাজার ২শত জনকে অজ্ঞাতনামা দেখিয়ে গোপালগঞ্জ সদর থানায় সেনাবাহিনীর পক্ষ থেকে মামলা করা হয়।

এই মামলায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মাজহারুল আলম পান্না, ফরমান মুন্সী ও কামাল হোসেন মোল্লাকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এম জি

শেয়ার