চাঁদপুরে অসহায় গরীব শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’
(মঙ্গলবার ৩ ডিসেম্বর) শহরের পুরান বাজারের ৩নং ওয়ার্ড দাস পাড়া,পাল পাড়া ও জাফরাবাদ এলাকায় বিজয়ীর পক্ষ থেকে কম্বল বিতরণ সংগঠনের ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান। অসহায় বৃদ্ধ পুরুষ-মহিলা ও প্রতিবন্ধীদ মাঝে শীতবস্ত্র কম্বলের পাশাপাশি এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নেপাল সাহা, তরুণ সমাজ সেবক আশিক খান, বিজয়ী এর ভলেনটিয়ার মিতু আক্তার, মরিয়ম আক্তার, বর্ষা আক্তার, লামিয়া আক্তর, সূচনা আক্তার, কান্তা দে, শশী ইসলাম, আয়শা আক্তার সহ বিজয়ীরা এবং অন্যান্য সদস্যবৃন্দ।
এনজে