ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের রাজনীতি নিয়ে মতামত ব্যক্ত করেছেন ‘রাষ্ট্র সংস্কার আন্দোলনের’ কুড়িগ্রাম জেলা শাখার প্রচার সমন্বয়ক মামুনুর রশীদ মামুন। ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’ দেশকে নিয়ে কী ভাবছে! দেশ সংষ্কারের জন্য তারা কি কি দাবি জানিয়েছে-এমন আরও অনেক বিষয় নিয়ে বাণিজ্য প্রতিদিনের সাথে খোলামেলা আলাপ করেছেন মামুনুর রশীদ মামুন।
বাণিজ্য প্রতিদিন: আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন?
মামুনুর রশীদ মামুন: জ্বী আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন?
বাণিজ্য প্রতিদিন: জ্বি আমরাও ভালো আছি। এই যে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আমাদের বাংলাদেশের রাজনীতি কোন পর্যায়ে দাঁড়িয়েছে?
মামুনুর রশীদ মামুন: আপনি আসলে গণ-অভ্যুথানের কথা বললেন এই ব্যপারটা আসলে হয়েছে যেই কারণে বাংলাদেশে আওয়ামী থাকাকালীন রাজনীতি ছিল একদলীয়। যেখানে বিরোধী দলের কোন মতামতের গুরুত্ব ছিল না। গুরুত্ব দেওয়া তো দূরের কথা মতামত দেওয়ারও সুযোগ ছিল না। বিষয়টা কিন্তু এখান থেকেই রাজনীতির বৈষম্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা কোটার কথা বলেছে ঠিক আছে কিন্তু বাংলাদেশের সবখানেই বৈষম্য ছিল। আমি যেটা মনে করি বৈষম্যবিরোধী আন্দোলনটা সামগ্রিক বৈষম্য একত্রিত করে এই আন্দোলনটা সংগঠিত হয়েছে। আন্দোলন যে শুধু ছাত্ররা অংশগ্রহন করেছে তাও না আবার শুধু যে রাজনৈতিক দলেরা একায় কিছু করতে পেরেছে তাও না। বাংলাদেশের সব পেশার মানুষ এই আন্দোলনের সাথে জড়িত ছিল। কৃষক‚ শ্রমিক থেকে শুরু করে সকলের অবদান ছিল। বিশেষ করে টোকাইদের যে আবদান ছিল তার কথা কোনকালেও ভোলা সম্ভব না।
আমাদের দেশে আওয়ামীলীগ থাকাকালিন যারা কোনঠাসা হয়ে ছিল তারা ২৪’র গণঅভ্যুত্থান সংগঠিত হওয়ার এবং শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর কথা বলতে পারছেন। কিন্তু আওয়ামীলীগ থাকাকালিন যেমন দখল ছিল‚ চাঁদাবাজি ছিল‚কোনো জায়গায় সমাবেশ করতে গেলে বাধা দেওয়া হতো, সেটা এখনো আছে। এটা দূর করতে হলে বাংলাদেশকে একটা সংষ্কারের মধ্যে দিয়ে যেতে হবে।
বাণিজ্য প্রতিদিন: ২৪’র গণঅভ্যুত্থানে রাষ্ট্র সংস্কার আন্দোলন কি অবদান রেখেছিল? এবং দেশ সংষ্কারের জন্য আপনাদের কত দফা দাবি রয়েছে? দাবিগুলো কি কি? সংক্ষেপে ব্যাখ্যা দিন।
মামুনুর রশীদ মামুন: খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আপনি। ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’ আসলে ২০২১ সালে জন্ম নেওয়া একটি রাজনৈতিক দল। তারা এই গণঅভ্যুত্থানে খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। নিজেরা তো নিজেদের ব্যানার নিয়ে দাঁড়িয়েছেই, সাথে সারা বাংলাদেশের যেখানে যেখানে আমাদের লোকজন আছে তারা বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে অংশগ্রহণ করেছে। আমার জানামতে ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’ একমাত্র রাজনৈতিক দল যারা নিজেদের ব্যানারে ছাত্রদের পাশে দাঁড়িয়েছে। ছাত্র-জনতাই সবকিছু করেছে তারপরও রাজনৈতিক দল হিসেবে আমরা কিছুটা করার চেষ্টা করেছি।
আর আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি যেটা হবে একমাত্র জনগণের। আপনি যে দফার কথা বললেন আমাদের ‘‘রাষ্ট্র চিন্তা’’ নামে একটা বুদ্ধিভিত্তিক সংগঠন আছে সেখান থেকে সংবিধান নিয়ে বাংলাদেশ নিয়ে অনেক চিন্তা ভাবনার পর ২০১৮ সালে আমরা ৭ দফা দিয়েছিলাম।
তিনি বলেন, আমরা মনে করছি দাবিগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে দেশটা জনগণের হয়ে যাবে। আমাদের দাবিগুলো এরকম আছে- এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়। স্থানীয় সরকারের হাতে সারা বাংলাদেশের যে স্থানীয় উন্নয়ন ক্ষমতা তা তুলে দিতে হবে। সংসদ আইন প্রণয়ন করবে সংসদ সরকার বিদেশের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে তা দেখবে। আর এমপি হতে গেলে সম্পদের হিসাব দিয়ে এমপি হতে হবে, তাঁর এমপি থাকাকালীন যেটুকু সন্মানি পাওয়ার সেটা পাবেন। এবং এমপির মেয়াদ শেষ হলে সম্পদের হিসাব দিতে হবে। সরকার প্রধান আর দলীয় প্রধান এক ব্যক্তি হতে পারবে না। আইন ব্যবস্থা, বিচার বিভাগ এসব বিষয় নিয়ে আমাদের ৭ দফা দেওয়া আছে। আমরা বিশ্বাস করি আমাদের দাবিগুলো দ্রুত গ্রহণ করবে।
বাণিজ্য প্রতিদিন: অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের এই ৭ দফা দাবির বিষয়ে কি অবগত আছে?
মামুনুর রশীদ মামুন: এখন বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে আমরা তাদের কাছে আমাদের এই ৭ দফা দাবির প্রস্তাবনা দিয়েছি। আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ৭ দফা দাবি বাস্তবায়ন করতে সক্ষম হবে।
বাণিজ্য প্রতিদিন: আপনাকে ধন্যবাদ।
মামুনুর রশীদ মামুন: আপনাকে এবং আপনার মাধ্যমে পাঠকে ধন্যবাদ।
বিএইচ