চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন স্বপ্ন আয়োজিত ২য় পর্যায়ে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বুধবার (৪ ডিসেম্বর) দিনব্যপী দুর্গাপুর ইউনিয়ন পরিষদ মিলনায়াতনে স্বপ্ন প্রকল্পের সহযোগিতায় জেন্ডার সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন মোকাবেলার অভিযোজন বিষয়ক প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল করিম দিপুর সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন স্বপ্ন প্রকল্পের প্রজেক্ট অফিসার নাসিমা খাতুন ও দূর্গাপুর ইউনিয়ন ওয়ার্কার রাজিয়া আক্তার।
প্রশিক্ষণে স্থানীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস করণ ও জলবায়ু পরিবর্তন জনিত অভিযোজনে স্বপ্ন প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রম সম্পর্কে ধারনা। জেন্ডার সম্পর্কে সাধারণ ধারনা। বাংলাদেশের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক কাঠামো ও সরকারের নির্দেশনাবলি। ইউডিএমসি এর দায়িত্ব ও কর্তব্য এবং স্বপ্ন প্রকল্প বাস্তবায়নের ভূমিকা। ইউনিয়ন পরিষদ কে প্লাস্টিক দূষণমুক্ত করা। দুর্যোগ পূর্বকালীন এবং দুর্যোগ পরবর্তী সময়ে কার্যক্রম ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম সরকার, ইউপি সদস্য ছিদ্দিকুর রহমান , মোঃ, মানিক মিয়াজি, মানিক প্রধান, নাছির মিয়া, জনি শিকদার, মহিলা সদস্য , আসমা আক্তার, মাহমুদা বেগম, ব্রাহ্মণচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান, ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমানসহ সাংবাদিক, মৎস্য প্রতিনিধি,ইমামসহ সুধীজন।
এম জি