Top

জাবিতে বর্ণবৈষম্যের শিকার হলেন জাতীয় দলের খেলোয়াড়, প্রতিবাদে মানববন্ধন

০৪ ডিসেম্বর, ২০২৪ ৫:৩০ অপরাহ্ণ
জাবিতে বর্ণবৈষম্যের শিকার হলেন জাতীয় দলের খেলোয়াড়, প্রতিবাদে মানববন্ধন
জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল দলের অন্যতম প্রধান খেলোয়াড় ও জাতীয় ফুটবল দলের (অনূর্ধ্ব-২৩) খেলোয়াড় এবং বাংলা বিভাগের শিক্ষার্থী মো. মাহমুদুল হাসান কিরনকে কটাক্ষ করে অশালীন ও বর্ণবাদী ভাষায় বিশেষ প্ল্যাকার্ড প্রদর্শন করার প্রতিবাদে মানববন্ধন এবং উপাচার্য বরাবর প্রতিবাদলিপি প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। পরে মানববন্ধন শেষে সেখান থেকে একটি র‍্যালি নিয়ে উপাচার্য ও উপ-উপাচার্যে (শিক্ষা) কাছে প্রতিবাদলিপি প্রদান করেন তারা।

জানা যায়, গত ৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ও অর্থনীতি বিভাগের মধ্যে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা চলাকালে ও পরবর্তী সময়ে অর্থনীতি বিভাগের কতিপয় শিক্ষার্থী এমন বর্ণবাদী প্ল্যাকার্ড প্রদর্শন করেছেন। সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের এমন বর্ণবাদী আচরণের প্রতি ঘৃণা জানিয়ে ব্যক্তিগত প্রোফাইল ও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপগুলোতে প্রতিবাদের ঝড় তোলেন সাবেক ও বর্তমান অনেক শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর প্রেরিত প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের বর্ণবাদী আচরণ অপ্রত্যাশিত। আমরা মনে করি, বৈষম্যবিরোধী নতুন বাংলাদেশে বর্ণবাদের কোনো স্থান নেই। অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের এহেন আচরণের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে প্রত্যাশা করছি, সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা মানবিক ও যৌক্তিক আচরণ করবেন।

এদিকে মানববন্ধনে বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা বলেন, আমরা মানুষকে স্বাভাবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবো। কখনোই কাউকে তার প্রতিবন্ধকতা কিংবা তার গায়ের রং এসব দিয়ে দেখা একেবারে অনুচিত। বরং কারো কোনো প্রতিবন্ধকতা থাকলে তার সেই প্রতিবন্ধকতা দূর করে কীভাবে তাকে একটি মানবিক জায়গায় নিয়ে আসা যায় একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সবসময় সেই চিন্তা থাকা উচিত।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে আমরা এসেছি উচ্চ শিক্ষা এবং সুশিক্ষা নিতে। আমরা এখানে বর্ণবাদ কিংবা কোনো ধরনের বৈষম্যমূলক কার্যক্রম শিখতে কিংবা শিক্ষা দিতে আসিনি। আমরা কোন ধরনের ফ্যাসিজম, র‍্যাসিজম ধারণ করবো না এবং এটিকে ঘৃণা করি।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ওবাইদুল্লাহ বলেন, খুবই জঘন্য কাজ হয়েছে। এ ধরণের বর্ণবাদমূলক আচরণ শুধু বিশ্ববিদ্যালয় না, কোনো পর্যায়েই মেনে নেওয়ার মত না। কিরণের সাথে আমাদের ব্যাচের বন্ধু, টিমের ক্যাপ্টেন সবারই অনেক ভালো সম্পর্ক। গতকাল রাতেও তাদের সাথে কন্টিনিউয়াস কমিউনিকেশান হয়েছে খেলার শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে।

তিনি আরও বলেন, কাজটা যেই করে থাকুক, অর্থনীতি শিক্ষার্থী সংসদের ভিপি হিসেবে, বন্ধু হিসেবে আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, ও কিরণের কাছে ক্ষমা চাচ্ছি জুনিয়রদের কৃতকর্মের জন্য। আগে আমাদের দৃষ্টিগোচর হলে এই ধরণের কাজ কখনোই ঘটতে দিতাম না। কাজটা যেই করেছে, তা বের করে এই ব্যাপারে যথাযথ ব্যবস্থাও আমরা নেবো ইনশাআল্লাহ, যাতে ভবিষ্যতে এই ধরণের কাজ করার সাহস কেও না পায়।

এম জি

শেয়ার