Top

চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, চশমা ও ঔষধ বিতরণ

০৪ ডিসেম্বর, ২০২৪ ৭:৪৫ অপরাহ্ণ
চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, চশমা ও ঔষধ বিতরণ

চাঁদপুর শহরের পুরান বাজারে বিনামূল্যে চোখের চিকিৎসার পাশাপাশি চশমা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে। স্থানীয় সমাজ সেবক তাছলিমা বেগমের নিজ উদ্যোগে এই আয়োজন করা হয়।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের মার্কেটের আব্দুল্লাহ অপটিকস থেকে বিভিন্ন বয়সী নারী ও পুরুষ চক্ষু রোগীদের মাঝে চশমা ও ঔষধ বিতরণ করেন,স্থানীয় নারী সমাজকর্মী তাছলিমা বেগম।

এ বিষয়ে তাছলিমা বেগম জানান,পুরান বাজার এলাকায় ১,২ ও ৩ নং ওয়ার্ডে গত ৩০ নভেম্বর ক্যাম্পেইন এর মাধ্যমে প্রায় দুই শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এদের মধ্যে যারা আর্থিকভাবে অস্বচ্ছল তাদেরকে আমার নিজ খরচে ঔষধ ও চশমা দেয়া হয়।

চিকিৎসা সেবা প্রদান করেন,চাঁদপুর মাজহারুল হক (বিএনএসবি) চক্ষু হাসপাতালের ওপিটিসি (চক্ষু) মোঃ মিজানুর রহমান।

ঔষধ বিতরণ কালে সার্বিক সহযোগিতা প্রদান করেন, মামুন চৌধুরী, মোঃ মাসুদুল আলম বেপারী, তাছলিমা মোক্তার।

এম জি

শেয়ার