Top
সর্বশেষ

রাবি প্রশাসনের অপসারণ চায় প্রগতিশীল শিক্ষক সমাজ

২১ মার্চ, ২০২১ ৫:০৮ অপরাহ্ণ
রাবি প্রশাসনের অপসারণ চায় প্রগতিশীল শিক্ষক সমাজ
রাবি প্রতিনিধি :

অবিলম্বে অনিয়ম-দুর্নীতির দায়ে অভিযুক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের অপসারণ চেয়ে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকগণ।

রোববার (২১ মার্চ) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত দুর্নীতি বিরোধী এক কর্মসূচিতে এ দাবি জানান তারা।

অনিয়ম ও দুর্নীতিগ্রস্থ প্রশাসনের অপসারণ দাবি করে এই সংগঠনের মুখপাত্র অধ্যাপক সুলতানুল ইসলাম টিপু বলেন, ‘দুর্নীতিবাজ যত বড়-ই হোক, তাদের ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামানো হবে। মুক্তিযুদ্ধের কথা বলে যারা রাজাকার আলবদরদের সাথে নিয়ে কাজ করে মুজিব শতবর্ষে তাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই পবিত্র ভূমিতে থাকতে দেয়া হবে না’

এসময় উপাচার্যের পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, বাংলাদেশের মাটিতে স্বৈরাচার কখনো টিকে থাকতে পারেনি। দেশের গণতন্ত্রকামী মানুষ স্বৈরাচারদের বিরুদ্ধে বারংবার সংগ্রাম করে তাদের ক্ষমতা থেকে হটিয়েছেন। সুতরাং ইতিহাসকে স্মরণ করে স্বেচ্ছায় পদত্যাগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের এই সম্মানিত পদকে কলঙ্কমুক্ত করার আহ্বান জানান তিনি।

উপাচার্যের নিয়োগ বাণিজ্যের প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীরা যখন পরীক্ষার নেয়ার জন্য আন্দোলন করছে। একটা সুষ্ঠু সমাধান চাচ্ছে তখন তাদের করোনার কারণ দেখিয়ে দমিয়ে রাখছেন। অথচ করোনা কালে সব বন্ধ থাকার পড়েও তিনি নিয়োগ বাণিজ্য ঠিকই চালিয়ে যাচ্ছেন।

মুজিব শতবর্ষে দুর্নীতিগ্রস্থ প্রশাসনের অবিলম্বে অপসারণ চেয়ে সরকারের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা আসুন, সরেজমিনে এই দুর্নীতিগ্রস্থ প্রশাসনের কর্মকাণ্ড দেখুন, সত্যতা যাচাই করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই পবিত্র ভূমিকে কলঙ্ক মুক্ত করুন।

এছাড়া মানববন্ধন কর্মসূচিতে দূর্নীতিগ্রস্থ প্রশাসনের অপসারণ চেয়ে বক্তব্য দেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একরামুল্লাহ এবং ইংরেজি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন।

এসময় মানববন্ধনে বিভিন্ন বিভাগের অর্ধ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনিয়ম দুর্নীতি বিরুদ্ধে প্রায় দুই বছর ধরে আন্দোলন সংগ্রাম করে আসছেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ। এই সংগঠন কতৃক প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রনালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নিকট প্রেরিত রাবি প্রশাসনের দুর্নীতির অভিযোগের আলোকে তদন্ত করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। তদন্ত শেষে উপাচার্যসহ রাবি প্রশাসনের উল্লেখ্যযোগ্য অভিযোগের প্রমাণ পান বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।

শেয়ার