Top

বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে মতলব উত্তরে প্রস্তুতিমূলক সভা

০৫ ডিসেম্বর, ২০২৪ ৩:২০ অপরাহ্ণ
বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে মতলব উত্তরে প্রস্তুতিমূলক সভা
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের মতলব উত্তরে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়ামে এ প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা।

আলোচনা সভায় বক্তব্য দেন – মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো.রবিউল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা.হাসিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.শ্যামল চন্দ্র দাস, ছেংগারচর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ইয়াছিন মোল্লা,গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, গিয়াস উদ্দিন, ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেনজির আহমদ, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সাংবাদিক ও সূধীজন।

মহান বিজয় দিবস সফলভাবে পালন করার লক্ষে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করার কথা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এম জি

শেয়ার