Top

সোনাহাট স্থলবন্দরে কমিটি নিয়ে বিএনপির দ্বন্দ্ব, নতুন কমিটি চায় ব্যবসায়ীরা

০৫ ডিসেম্বর, ২০২৪ ৬:০৯ অপরাহ্ণ
সোনাহাট স্থলবন্দরে কমিটি নিয়ে বিএনপির দ্বন্দ্ব, নতুন কমিটি চায় ব্যবসায়ীরা
কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থল বন্দরের আমদানি ও রপ্তানিকারক সমিতির কমিটি গঠন নিয়ে বিএনপির দু’গ্রুপে দ্বন্দ্ব। সংবাদ সম্মেলন করে নবগঠিত কমিটি বিলুপ্ত করে ব্যবসায়ীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছে সাধারণ ব্যবসায়ীরা।

বৃহম্পতিবার (৫ ডিসেম্বর) সোনাহাট স্থলবন্দর শ্রমিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায়ী আবু হোসেন ব্যাপারী।

সংবাদ সম্মেলনে জানানো হয়-গত ২৭ নভেম্বর বিধিবহির্ভূতভাবে ৯ সদস্য বিশিষ্ট সোনাহাট স্থল বন্দর আমদানি ও রপ্তানিকারক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটি পতিত আওয়ামীলীগ নেতাদের সাথে আঁতাত করে বিএনপির এক বহিস্কৃত নেতার অনুগামীদের সমর্থনে গঠিত হয়েছে দাবী করে তা বাতিলের দাবী জানানো হয়।

সম্মেলনে স্থলবন্দরের স্বাভাবিক কার্যক্রম সচল রাখার স্বার্থে প্রকৃত ব্যবসায়ীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়। এ সময় অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন আজিজুল হক, শফিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, এনামুল হক প্রমুখ।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর বিএনপির একটি গ্রুপ ৯ সদস্য বিশিষ্ট সোনাহাট স্থল বন্দর আমদানি ও রপ্তানিকারক সমিতির কমিটি ঘোষণা করেন। বিএনপির অপর একটি অংশ এই কমিটিকে বিএনপির এক বহিস্কৃত নেতার পকেট কমিটি দাবি করে প্রতিবাদ জানালে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে এঘটনাকে কেন্দ্র করে গত ২৮ নভেম্বর সোনাহাট স্থলবন্দরের একই স্থলে দুগ্রুপ সমাবেশ আহ্বান করলে উপজেলা প্রশাসন সোনাহাট স্থল বন্দরে ১৪৪ ধারা জারি করে। সে থেকে স্থল বন্দর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এম জি

শেয়ার