সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি রেলওয়ে স্টেশনে পৃথক অভিযান চালিয়ে ৭৮৩ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করা হয়েছে। যাদের মাদক কারবারি বলছে র্যাব।
শুক্রবার সকালে র্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন- রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মহাড়াপুর গ্রামের আলিফ হোসেন (২৩) এবং চাপাইনবাবগঞ্জ সদরের জাদুপুর গ্রামের সাহাবুল ইসলামের স্ত্রী নিলুফা ইয়াসমিন (৩৫)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকালে র্যাবের একটি টিম বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় রেলওয়ে স্টেশনে মাদকবিরোধী অভিযান চালায়।এ সময় ১২৩ গ্রাম হেরোইনসহ আলিফকে আটক করা হয়।
অন্যদিকে, একই দিন দুপুরে একই স্টেশনে অভিযানে ৬৬০ গ্রাম হেরোইনসহ নিলুফা ইয়াসমিনকে আটক করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ। এ ঘটনায় সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় পৃথক মামলা করা হয়েছে।
এনজে