Top

সপ্তাহজুড়ে লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন

০৭ ডিসেম্বর, ২০২৪ ১১:১২ পূর্বাহ্ণ
সপ্তাহজুড়ে লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন
পুঁজিবাজার ডেস্ক :

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন হয়েছে। সপ্তাহ জুড়ে কমেছে বাজার মূলধন। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। সপ্তাহটিতে ৬৫১ কোটি ৪২ লাখ টাকা বাজার মূলধন কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৬৪ হাজার ৩৫৬ কোটি ৩৯ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৬৩ হাজার ৭০৪ কোটি ৯৭ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন কমেছে ৬৫১ কোটি ৪২ লাখ টাকা বা .১০ শতাংশ।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন ৩১৫ কোটি ১৮ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯০৬ কোটি ৫৬ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ২২১ কোটি ৭৪ লাখ  টাকা।

সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৬৩ পয়েন্টে এবং ১ হাজার ৯১১ পয়েন্টে।

সপ্তাহটিতে ডিএসইতে ৩৮৪ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৬ টির, দর কমেছে ১৭৮ টির এবং ৪০টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

 

এসকেএস

শেয়ার