মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাং-এর কিশোর গ্যাং-এর দুইগ্রুপের সংঘর্ষে ৫ পুলিশসহ আহত হয়েছে অন্তত ২০ জন। এই ঘটনায় আটক করা হয়েছে অন্তত ১০ জনকে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলার পূর্ব রাস্তি পুরাতন ট্রলারঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেলে পাঠিয়েছেন চিকিৎসক।
আহতরা হলেন, সদর উপজেলার পূর্ব রাস্তির সোহরাব ঢালীর ছেলে রিফাত ঢালী (১৭), একই এলাকার বাপ্পি বেপারীর ছেলে সুরুজ বেপারী (১৬), মাদ্রা এলাকার আনোয়ার হোসেনের ছেলে সোহেল (২৫), আমবাড়ি এলাকার মহসিন সরদারের ছেলে মিলন সরদার (২০), শহরের শকুনী এলাকার বেলায়েত মুন্সির ছেলে ফারদিন মুন্সি (১৭), সবুজবাগ লঞ্চঘাট এলাকার আরিফ বেপারীর ছেলে নিশাদ (১৬), মহিষেরচর এলাকার আলমগীর খানের ছেলে রাব্বি খান শিতল (১৮), একই এলাকার ইছাহান খানের ছেলে ইয়াসিন খান (১৭), শাজাহান হাওলাদারের ছেলে ইমন হাওলাদার (১৬), শহরের পুরাণবাজারের আরিফ হাওলাদারের ছেলে নিবিড় (১৬), একই এলাকার হারেচ হাওলাদারের ছেলে নাহিদ (১৭)। এছাড়া পুলিশ আহত সদস্যরা হলেন, সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইউনুস মোল্লা (৪৫), সুমন খান (৩৬), রমজান আলী সজল (৩৪), কনস্টেবল নুরুল ইসলাম খান (৪৮), কামরুল ইসলাম খান (৪০)। বাকিদের নাম তাৎক্ষনিক পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়র জানায়, শহরের লঞ্চঘাট এলাকার নিরব বেপারীর সাথে আধিপত্য নিয়ে পূর্ব রাস্তি এলাকার নাঈম ভুইয়ার বিরোধ চলে আসছিল। এরইজেরে রাতে দুইগ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। পরে তাদের সাথে যোগ দেয় সেনাবাহিনীর একটি দল। সংঘর্ষে ৫ পুলিশসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের মধ্যে বোমায় গুরুতর আহত রিফাত ঢালীকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করেছে চিকিৎসক। ঘটনাস্থল থেকে অন্তত ১০ জনকে আটক করে পুলিশ।
প্রত্যক্ষদর্শী এক গণমাধ্যমকর্মী জানান, হঠাৎ করেই কিশোর গ্যাং-এর অর্ধশত সদস্য দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়িয়ে দেয় তারা। এলাকায় ক্ষমতা দেখাতেই এমন কর্মকান্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এদিকে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে বেশ কয়েকজন আহতও রয়েছে। এছাড়া এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।