কুড়িগ্রামে সাংবাদিকদের বিরুদ্ধে সাজানো সাইবার মামলার প্রতিবাদে সাংবাদিক ও ভুক্তভোগী পরিবারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে আধা ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক মহল, ভুক্তভোগী পরিবার ও সুধী সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন নাগেশ্বরী উপজেলার শিক্ষক ও সাংবাদিক জাহিদুল ইসলাম, ভুক্তভোগী আব্দুস সাত্তার আলী, নজরুল ইসলাম এবং মামলার আসামি সাংবাদিক বাবুল জামান ও শফিকুল ইসলাম শফি।
বক্তারা অভিযোগ করেন, ভুরুঙ্গামারী উপজেলার কথিত আওয়ামী লীগের দালাল ও মামলাবাজ আনোয়ার হোসেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিক ও ভুক্তভোগীদের হয়রানির জন্য এ মামলা দায়ের করেছেন। তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং আনোয়ার হোসেনের শাস্তি দাবি করেন।
সাংবাদিক শফিকুল ইসলাম শফি বলেন, সাংবাদিক হিসেবে আমি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে ছিলাম, আছি এবং থাকব। হয়রানিমূলক এ সাজানো মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
অপর সাংবাদিক বাবুল জামান বলেন, এ মামলা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। ষড়যন্ত্রমূলক এ মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানাই।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর রংপুর সাইবার ট্রাইব্যুনালে আনোয়ার হোসেন আরিফ নামে এক ব্যক্তি এ মামলা করেন। তিনি ভুরুঙ্গামারীর হুচারবালা গ্রামের বাসিন্দা আব্দুস সালামের পুত্র। মামলায় অভিযোগ করা হয়েছে, কুড়িগ্রামে আব্দুস সাত্তারের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধনের সংবাদ প্রকাশের মাধ্যমে বাদীর সম্মানহানি করা হয়েছে।
এ ঘটনায় সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণির মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন এবং অবিলম্বে সত্য উদঘাটন ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
এম জি