Top

মোংলায় বেগম রোকেয়া দিবস পালিত

১০ ডিসেম্বর, ২০২৪ ১০:২৩ পূর্বাহ্ণ
মোংলায় বেগম রোকেয়া দিবস পালিত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি :

“নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্যে মোংলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় মোংলা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাৎ জাহান’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আফিয়া শারমিন রোকেয়া দিবসের তাৎপর্য ও নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে সচেতন ও কাজ করার আহবান জানিয়ে বলেন, নারীদের উন্নয়নের জন্য বেগম রোকেয়ার অসামান্য অবদানের কথা স্মরণ করে, বেগম রোকেয়ার আদর্শ ও উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে, দেশে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভুমিকা রাখতে হবে।

আলোচনা সভা শেষে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা হোসনে আরা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মাহমুদা সুলতানা, সফল জননী সাফল্য অর্জনকারী নারী মোসাঃ রানী বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরুর জন্য সাফল্য অর্জনকারী নারী লিখা কর্মকার এবং সমাজ উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে সাফল্য অর্জনকারী নারী কোহিনুর বেগমের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক ও সনদ সহ পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা, সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাস, কৃষি কর্মকর্তা প্রশান্ত হালদার, মোংলা থানার ওসি (তদন্ত) প্রভাষসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

এনজে

শেয়ার