আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবসে বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ ছাত্রদল মানববন্ধন কর্মসূচি আয়োজন করে। এতে গুমের শিকার সকল নেতাকর্মী ও নাগরিকদের মুক্তি এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্মম হত্যাকাণ্ড বা নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবি জানান তারা।
এ সময় বাগেরহাট জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন বলেন, “বাগেরহাটে যারা গত ১৬ বছরে ফ্যাসিস্টদের হাতে খুন হয়েছেন, তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।
বাগেরহাট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হাসান গুম হয়েছেন, তাকে অবিলম্বে ফিরিয়ে দিতে হবে আমাদের মাঝে।”
বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য ও জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নূরে আলম ভূইয়া তানু আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
একই সাথে তিনি সাবেক ক্রীয়া সম্পাদক শহীদ ইমাদুল কবির, শহীদ শেখ আবুল কালাম আজাদ, শহীদ মোঃ মেহেদী হাসানসহ গুম-খুনের শিকার নেতাকর্মীদের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এদিন, বাগেরহাট জেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন, যাদের মধ্যে শামিম মুন্সি, রোহিত হালদার, শেখ আল-আমীন, হৃদয় শেখ, আকিব হাসান, তাসকিন শেখ, ইমন শেখ, রবিউল মুন্সি এবং লিমন প্রমুখের নাম উল্লেখযোগ্য।
এ কর্মসূচি ছিল গুম ও খুনের শিকার নেতাকর্মীদের পরিবার এবং তাদের আত্মার মাগফিরাত কামনারও একটি প্রচেষ্টা।
এনজে