সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবি) পিএলসির কেরানীগঞ্জ শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুস সায়াদাত।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সভাটি অনুষ্ঠিত হয়।
কেরানীগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ গোলাম ফারুক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের সিএফও মোহাম্মদ শোয়েব, শরী’আহ সুপারভাইজরী কমিটি সেক্রেটারিয়েটের প্রধান সৈয়দ জয়নাল আবেদীন এবং মার্কেটিং ও ব্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান সামিয়া তাহসিন। সমাবেশে প্রায় দুইশত গ্রাহক যোগ দেন এবং তারা ব্যাংকের সেবায় সন্তোষ প্রকাশ করেন।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুস সায়াদাত উপস্থিত গ্রাহকদের সোশ্যাল ইসলামী ব্যাংকের সাথে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
গ্রাহক সন্তুষ্টিই আমাদের বড় চালিকা শক্তি উল্লেখ করে তিনি বলেন, চলমান পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় সোশ্যাল ইসলামী ব্যাংক এখন ঘুরে দাঁড়িয়েছে এবং এলসি খোলা থেকে শুরু করে আমরা আরটিজিএস, ইএফটিএন, রেমিট্যান্স সেবা, অনলাইন ও এটিএমসহ সকল ব্যাংকিং সেবা দিচ্ছি। সবাইকে এসআইবিএল’র উপর আস্থা রেখে পূর্বের ন্যায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।
এম জি