Top

কক্সবাজারে প্রদর্শিত হলো আইসিসির চ্যাম্পিয়নস ট্রফি

১১ ডিসেম্বর, ২০২৪ ৮:০৫ অপরাহ্ণ
কক্সবাজারে প্রদর্শিত হলো আইসিসির চ্যাম্পিয়নস ট্রফি
কক্সবাজার প্রতিনিধি :

আইসিসির চ্যাম্পিয়নস ট্রফির বিশ্বভ্রমণের অংশ হিসেবে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে ১১ ডিসেম্বর বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত লাবণী সৈকতে প্রদর্শিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ট্রফিটি এসে পৌঁছে কক্সবাজার বিমানবন্দরে। পাকিস্তান ও আফগানিস্তান হয়ে চ্যাম্পিয়নস ট্রফিটি সমুদ্র নগর কক্সবাজারে পৌঁছানোর পর বুধবার সকালে জনসমক্ষে কঠোর নিরাপত্তায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

বিসিবির সিনিয়র ম্যানেজার মিডিয়া এ্যান্ড কমিউনিকেশন রাবীন ইমাম এক বিজ্ঞপ্তিতে জানা যায়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর তত্ত্বাবধানে আগামী ফেব্রুয়ারী-মার্চ ২০২৫-এ পাকিস্তানে আইসিসি ম্যানস চ্যাম্পিয়নশীপ শুরু হতে যাচ্ছে।

সরেজমিনে দেখা যায়, সকালে সৈকতের লাবণী পয়েন্টের বালিয়াড়িতে ট্রফিটি নিরাপত্তা বেষ্টনী দিয়ে প্রদর্শনী শুরু হয়। ট্রফিটি দেখতে ক্রীড়াপ্রেমীদের উপচে পড়া ভিড় দেখা যায়, এসময় অনেকে স্বপ্নের ট্রফিটির সাথে ছবিও তুলেন। দেশের বিভিন্ন এলাকা থেকে আগত পর্যটকরাও ট্রফিটি দেখতে ভিড় করেন। ক্রিকেট প্রেমী ফারহান শাওন বলেন, আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি সরাসরি দেখাটা অন্যরকম অনুভূতি, বাংলাদেশ টিমের জন্য শুভকামনা। তবে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি কক্সবাজারে প্রদর্শন নিয়ে তেমন কোন প্রচার প্রচারণা ছিল না বলে অভিযোগ করেন স্থানীয়রা। স্থানীয় সাংবাদিক শামশুল আলম শ্রাবণ জানান, ট্রফি প্রদর্শনী নিয়ে প্রচার-প্রচারণা কম ছিল বলে অনেক পর্যটক ও স্থানীয় ক্রীড়া প্রেমিকরা বিষয়টি জানেনা।

জানা যায়, কক্সবাজারে প্রদর্শনী শেষে ট্রফি নিয়ে যাওয়া হবে ঢাকায়। ঢাকায় ১৩ ডিসেম্বর পর্যন্ত প্রদর্শনীর পর বাংলাদেশ থেকে পরের সফরের দক্ষিণ আফ্রিকায় যাবে ট্রফিটি।

এম জি

শেয়ার