Top
সর্বশেষ

ফ্যাসিবাদ বিদায় হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি: নজরুল ইসলাম

১২ ডিসেম্বর, ২০২৪ ১:০৬ অপরাহ্ণ
ফ্যাসিবাদ বিদায় হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি: নজরুল ইসলাম

ফ্যাসিবাদ বিদায় হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। আগের মতো বিনা ভোটে, রাত ও ডামি ভোটে নয় জনগণের ভোটের ব্যবস্থা করে নির্বাচনের মাধ্যমেই জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিবে অন্তর্বর্তী সরকার।

যারা সরকারে আছে তারা জোর করে ক্ষমতায় আসেনি, জনগণই তাদের দায়িত্ব দিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

এম জি

শেয়ার